কানাডায় বন্দুকধারীর পাঁচ ঘণ্টার হামলায় নিহত হয়েছেন দুজন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বাসিন্দা ২৮ বছর বয়সী জরডন ডেনিয়েল গোজিন পুলিশের গুলিতে নিহত হন। হামলাকারীর লক্ষ্য ছিল গৃহহীন মানুষ।
স্থানীয় সময় সোমবার সকাল পৌনে ৬টায় ল্যাঙলি শহরের বাইপাসে পুলিশের গুলিতে নিহত হন তিনি। ল্যাঙলির উপকণ্ঠের শহর সুরির বাসিন্দা তিনি। এ জন্য পুলিশ কর্তৃপক্ষ হামলাকারীকে ‘সুরি ম্যান’ নাম দিয়েছেন।
হামলা শুরু হয় স্থানীয় সময় সোমবার মধ্যরাতে। ক্যাসক্যাডেস ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় নিহত হন গৃহহীন এক নারী।
এরপর হামলাকারী কয়েক কিলোমিটার গাড়ি চালিয়ে ৩টা ৪০ মিনিটে হামলা চালায় ক্রিক স্টোন প্লেসে। সেখানে গৃহহীনদের আবাসস্থল লক্ষ্য করে নির্বিচারে গুলি চালান তিনি। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক ব্যক্তি।
ভোর ৫টায় লোগান অ্যাভিনিউয়ের বাসস্টোপেজে তার হামলায় গুলিবিদ্ধ হন আরেক গৃহহীন।
এরপর হামলাকারীর চতুর্থ শিকার হন উইলোব্রুক মল এলাকায় এক ব্যক্তি। এ সময় সকাল পৌনে ৬টার দিকে পায়ে গুলিবিদ্ধ হন তিনি।
সেখানেই কিছুক্ষণের মধ্যে কানাডিয়ান পুলিশ (আরসিএমপি) সদস্যের গুলিতে ঘটনাস্থলে নিহত হন হামলাকারী।
দেশটির অপরাধ তদন্ত সংস্থা ইনটিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের (আইএইচআইটি) প্রধান সার্জেন্ট ডেভিড লি জানিয়েছেন, নিহত ডেনিয়েল গোজিনের বিরুদ্ধে ফৌজধারী মামলা নেই, তবে ২০২০ সালে বেপরোয়া গাড়িচালিয়ে পথচারী এক নারীকে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, তার পরিকল্পিত হামলার লক্ষ্য ছিল গৃহহীন মানুষ।
এই হামলাকে এই অঞ্চলের জন্য হৃদয়বিদারক ঘটনা বলে উল্লেখ করেন ব্রিটিশ কলাম্বিয়ার মেয়র ভল ভ্যান ডেন ব্রুক।
স্থানীয় সময় সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, দেশটির অন্যান্য প্রদেশ ও অঞ্চলের তুলনায় ব্রিটিশ কলাম্বিয়ায় গৃহহীন মানুষ নিয়ে সংকট তীব্রতর। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জরুরী ও কার্যকরী ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।