বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান ও প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগে জানিয়েছেন, দেশটির ৬০ জনেরও বেশি সাবেক কর্মকর্তা রাশিয়ার দখল করা অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে।
এ ছাড়া তিনি জানিয়েছেন, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ এনে ৬৫১টি মামলা হয়েছে।
তবে প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেননি বরখাস্ত হওয়া নিরাপত্তা কর্মকর্তা ইভান বাকানভ ও প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিক্তোভা।
কিয়েভের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সদ্য বরখাস্ত হওয়া দুজনের মধ্যে ইভান বাকানভ প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির বাল্যবন্ধু।