বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দাবদাহে যুক্তরাজ্যে জরুরি অবস্থা

  •    
  • ১৮ জুলাই, ২০২২ ০৯:৫৯

পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে কোবরা মিটিং হয়ে গেছে। মিটিংয়ের পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে বলেছেন, অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি ও জরুরি সেবার কল হ্যান্ডেলারদের সংখ্যাও বাড়ানো হবে।

জলবায়ু পরিবর্তন বিশ্বের চেনা আবহাওয়াকে বদলে দিচ্ছে। যুক্তরাজ্যের তাপমাত্রা এখন পশ্চিম সাহারার থেকেও বেশি। দাবদাহে এরই মধ্যে ব্যাহত হচ্ছে দেশটির স্বাভাবিক জনজীবন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দেশটির উষ্ণতম দিন হতে যাচ্ছে। এদিন তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে।

ইয়র্ক ও ম্যানচেস্টারের আবহাওয়া অফিস লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বড় অংশজুড়ে দাবদাহের কারণে রেড এলার্ট জারি করেছে।

গত বছর এই আবহাওয়াকেন্দ্রিক সতর্কতা চালু করার পর এই প্রথম রেড এলার্ট দেয়া হলো।

এই উচ্চ সতর্কতার মানে হলো চলমান দাবদাহ মানুষ ও অবকাঠামোর ওপর প্রভাব ফেলবে, যার ফলে দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে হবে।

এরই মধ্যে স্কুলগুলো তাড়াতাড়ি বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে। রেলের পক্ষ থেকে বলা হয়েছে, সোম ও মঙ্গলবার প্রয়োজন ছাড়া ভ্রমণ করা উচিত নয়। এরই মধ্যে কিছু রেলের শিডিউল বাতিল করা হয়েছে।

লন্ডন, লিডস ও ইয়র্কে মঙ্গলবার অধিকাংশ গণপরিবহন বন্ধ থাকবে।

আবহাওয়া অফিসের রেড এলার্টের পাশাপাশি যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থাও লেভেল ফোর এলার্ট জারি করেছে। যুক্তরাজ্যের লেভেল ফোর এলার্টকে জাতীয় জরুরি অবস্থা বিবেচনা করা হয়।

এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা নাগরিকদের বেশি বেশি পানি পান করতে বলেছেন এবং স্বজন ও প্রতিবেশীদের খোঁজ রাখতে বলেছেন।

পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে কোবরা মিটিং হয়ে গেছে। মিটিংয়ের পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে বলেছেন, অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি ও জরুরি সেবার কল হ্যান্ডেলারদের সংখ্যাও বাড়ানো হবে।

এর আগে যুক্তরাজ্যে বর্তমান সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০১৯ সালে কেমব্রিজে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরো খবর