গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ ইউক্রেনীয়কে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে, এমনটি দাবি করেছে রুশ বাহিনী।
স্থানীয় সময় শনিবার সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিরক্ষা প্রধান মিখাইল মিজিনসেভ বলেন, ইউক্রেনের কোনো ধরনের সহায়তা ছাড়াই শনিবার এই বিপুলসংখ্যক ইউক্রেনীয়র হামলাপ্রবণ অঞ্চল এবং দোনবাস রিপাবলিকের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনীর তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৪ লাখ ১২ হাজার ৫৫৩ শিশুসহ ২৬ লাখ ১২ হাজার ৭৪৭ ইউক্রেনীয়কে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।’
রাশিয়ার এমন পদক্ষেপকে জোরপূর্বকভাবে ইউক্রেনীদের একীভূতকরণের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেন ইউক্রেন এবং পশ্চিমা জোটভুক্ত দেশের সদস্যরা।
শনিবার থেকে আবারও ইউক্রেনের ওপর সামরিক অভিযান তীব্র করেছে মস্কো। সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে কমপক্ষে ১৭ জন।
ইউক্রেনের যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে অভিহিত করছে রাশিয়া।