দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলি বিমানের জন্য আকাশপথ উন্মুক্ত করেছে সৌদি আরব।
স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে সৌদি আরবের এ সিদ্ধান্ত কার্যকর হয়।
দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল থেকে শুক্রবার বিমানে সৌদি আরব যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগের দিন সৌদি এমন ঘোষণা দেয়।
দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের শর্ত পূরণ করা সব বিমানের জন্য উন্মুক্ত করা হয়েছে সৌদির আকাশপথ।
সৌদির বিবৃতিতে সরাসরি ইসরায়েলের কথা উল্লেখ করা হয়নি, তবে ইসরায়েলের বিমান সৌদিতে আসতে পারবে না, এমনটিও বলা হয়নি।
সফরে বাইডেন জেদ্দা থেকে সৌদি ও ইসরায়েলের মধ্যে জটিল চুক্তির মধ্যস্থতার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক বৃহস্পতিবার রাতে বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে ইসরায়েলি ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা খুলে দিয়েছে সৌদি। একই সঙ্গে মুসলিমদের জন্য ইসরায়েল ও সৌদির মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে।
ওই কূটনীতিক আরও বলেন, সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি সইয়ের দ্বারপ্রান্তে দুই দেশ।