যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট।
ডনাল্ড ট্রাম্পের তিন সন্তানের মা ছিলেন ইভানা। তিনি ট্রাম্প টাওয়ারসহ বেশ কিছু ভবন গড়ায় স্বামীকে সাহায্য করেছেন।
ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি গভীর বেদনার সঙ্গে তাকে পছন্দ করা অনেককে জানাচ্ছি যে, ইভানা ট্রাম্প তার নিউ ইয়র্ক সিটির বাড়িতে মৃত্যুবরণ করেছেন।’
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ১৯৭৭ সালে ট্রাম্পকে বিয়ে করেছিলেন ইভানা। এ দম্পতির বিচ্ছেদ হয় ১৯৯২ সালে। তাদের তিন সন্তান হলেন ডনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক।
সাবেক চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসনের মধ্যে বেড়ে উঠেছিলেন ইভানা। ট্রাম্প পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘ইভানা ট্রাম্প বেঁচে যাওয়া মানুষ। তিনি কমিউনিজম থেকে পালিয়ে এ দেশকে (যুক্তরাষ্ট্র) বরণ করে নিয়েছিলেন। তিনি সন্তানদের দৃঢ়তা ও কাঠিন্য, সহানুভূতি ও প্রতিজ্ঞাবদ্ধ হতে শিখিয়েছিলেন।’
ডনাল্ড ট্রাম্প ও তার পরিবারের বিবৃতির কোনোটিতে ইভানার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি, তবে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বাসার সিঁড়িতে মৃত অবস্থায় পড়ে ছিলেন ইভানা, তাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে না।