ইতালির জোট সরকারের অংশীদার ফাইভ স্টার আস্থা ভোটে সমর্থন প্রত্যাহার করায় ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন প্রধান ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশটিতে ঐকমত্যের ভিত্তিতে গঠিত সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন।
ফাইভ স্টারের সমর্থন প্রত্যাহারের বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে মারিও দ্রাঘি বলেছেন, ঐক্য সরকারকে টিকিয়ে রাখার আস্থার চুক্তি শেষ হয়ে গেছে।
তবে প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা পদত্যাগপত্র গ্রহণে অস্বীকার করেছেন। তিনি দ্রাঘিকে রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ চিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়ার জন্য সংসদে ভাষণ দেয়ার আহ্বান জানিয়েছেন।
মারিও দ্রাঘি আগামী বুধবার পার্লামেন্টে যাবেন বলে আশা করা হচ্ছে।
প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলাই ইতালির কোভিড-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের নেতৃত্ব দেয়ার জন্য এবং দেশকে অস্থিতিশীলতা থেকে বাঁচানোর জন্য মারিও দ্রাঘিকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন।
এর আগে পরিবার ও ব্যবসাতে আর্থিক সহায়তার জন্য সরকারের ২৩ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজের বিরোধিতা করেছিলেন ফাইভ স্টার নেতা জিউসেপ কন্তে। তার মতে, দ্রাঘি খরচের বিষয়ে যথেষ্ট কাজ করছেন না এবং সরকারের অর্থনৈতিক প্যাকেজ সামাজিক সংকট মোকাবিলায় অপর্যাপ্ত।