বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রীলঙ্কার সেনাদের অস্ত্র কেড়ে নিয়েছে বিক্ষোভকারীরা

  •    
  • ১৪ জুলাই, ২০২২ ১৪:২২

গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে সেনাদের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন সেনা আহত হয়েছেন এবং তারা সেনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেনাবাহিনী বলছে, আহত দুই সেনার থেকে রাইফেল কেড়ে নেয়া হয়েছে।

শ্রীলঙ্কায় চলছে বিক্ষোভ। দেশটির রাজধানী কলম্বোসহ বেশ কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কাভিত্তিক পত্রিকা ডেইলি মিররে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী আজ বলছে, বিক্ষোভকারীরা দুই সেনাকে আক্রমণ করে আহত করে এবং তাদের কাছ থেকে গোলবারুদসহ দুটি স্বয়ংক্রিয় টি-৫৬ অ্যাসল্ট রাইফেল কেড়ে নিয়ে গেছে।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার নীলান্ত প্রেমরত্ন জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে দেশটির পার্লামেন্টের গোলচত্বরে। এসব চুরির অস্ত্র সহিংসতা ছড়াতে ব্যবহার হতে পারে বলে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্রিগেডিয়ার নীলান্ত।

তিনি আরও জানিয়েছেন, গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে সেনাদের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন সেনা আহত হয়েছেন এবং তারা সেনা হাসপাতালে চিকিৎসাধীন।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের তাদের নিজের জীবনের বিনিমিয়ে হলেও দেশের জনগণ, জনসাধারণের সম্পদ এবং দেশকে রক্ষা করার জন্য আইন প্রয়োগের ক্ষমতা দেয়া হয়েছে।

এদিকে শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার শেলে আহত এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

টিয়ার শেলে আহত ২৬ বছর বয়সী ওই বিক্ষোভকারী শ্বাসকষ্টে মারা গেছেন। তিনি কলম্বোর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ছাড়া বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন।

গতকাল সন্ধ্যায় পার্লামেন্ট গোলচত্বরের কাছে পোলডুয়া জংশনে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর ৩৩ জনকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় একজন পুলিশ কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন।

এদিকে ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে সংঘর্ষে আহত ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে শনিবার কলম্বোয় তার সরকারি বাসভবন থেকে পালান।

এ বিভাগের আরো খবর