হাজার হাজার কোাটি টাকা আত্মসাৎ ও পাচার করে দেশ থেকে পালিয়ে যাওয়া পি কে হালদারসহ ছয়জনের বিরুদ্ধে বেআইনি অর্থ পাচার মামলায় অভিযোগপত্র দিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে মঙ্গলবার ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী এই চার্জশিট দাখিল করেন।
পি কে হালদার জালিয়াত চক্রের বিরুদ্ধে ১০০ পাতার প্রাথমিক চার্জশিট দেয়া হয়েছে। ভারতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি, জমি, প্রচুর নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তা চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে জানান ইডির আইনজীবী।
জানা গেছে, পি কে হালদারের অন্তত ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৩০০ কোটি টাকা ও ৪৫টি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে।
চলতি বছরের ১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে পি কে হালদারসহ ছয়জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ভারতের ইডি। দুই দফা ইডি হেফাজতের পর থেকে তারা জেল হেফাজতে রয়েছেন।
শুধু বাংলাদেশ থেকে অর্থ পাচার করে ভারতে আনা নয়, পি কে হালদার ও তার সহযোগীরা ভারতে বেআইনিভাবে প্রবেশ করেছেন। একই সঙ্গে তারা ভারতের পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড জাল করার মতো অপরাধ করেছেন।
পি কে হালদারের আইনজীবী আলী হায়দার বলেন, ‘চার্জশিটের কপি হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
আইনজীবীদের একাংশ মনে করছেন, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে পি কে হালদার ও তার সহযোগীদের বাংলাদেশের হাতে তুলে দেয়া হবে।