ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার মহাকুমায় চলন্ত বাইক আরোহীর ওপর হামলা চালিয়েছে চিতা।
শনিবার রাত ৮ টার দিকে একটি চা বাগানের রাস্তায় এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় আহত বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় সুলকাপাড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
চিতার হামলার শিকার বিজয় সিংহ প্রতিদিনই চা বাগানের এই পথটি ব্যবহার করেন। তিনি স্থানীয় রেশম ডিলার প্রেম মিত্তালের বাইকের পেছনে বসেছিলেন।
আচমকা চিতাবাঘটি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই বাইক থেকে ছিটকে যান। লাফ দিয়ে চিতাটিও পালিয়ে যায়।
চিতার আঁচড়ে বিজয়ের মাথা ও হাতে আঘাত লাগে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
বিজয় সিংহ বলেন, ‘কীভাবে বেঁচে ফিরলাম জানি না। দীর্ঘদিন ধরে এই রাস্তায় যাতায়াত করি। বামনডাঙ্গার চা বাগানে সব সময়ই বন্য জন্তুর উপদ্রব ছিল। তবে চলন্ত বাইকের ওপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তা আগে কখনও হয়েছে বলে শুনিনি।’
খুনিয়া বন দপ্তরের রেঞ্জার প্রদ্যুৎ সরকার জানিয়েছেন, আহতদের চিকিৎসার খরচ বহন করবে বন দপ্তর।