বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বের সব মুসলিমকে সৌদি বাদশাহর ঈদ শুভেচ্ছা

  •    
  • ৯ জুলাই, ২০২২ ১০:৫২

সৌদি বাদশাহ সালমান এক টেলিভিশন ভাষণে বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি করোনা-পরবর্তী হজ নিয়েও তিনি কথা বলেছেন এবং হজকে সহজভাবে পালনের ব্যবস্থা করায় আয়োজনে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ শনিবার বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম সম্প্রদায়কে ঈদ শুভেচ্ছার পাশাপাশি হজের বিষয় নিয়েও কথা বলেছেন বাদশাহ সালমান।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় ইতিবাচক প্রচেষ্টার কারণে দেশের ভেতর ও বাইরে থেকে এই বছর হজযাত্রীর সংখ্যা ১০ লাখে উন্নীত করা গেছে।

একই সঙ্গে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনও সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঈদ উপলক্ষে দেয়া ভাষণে।

এ সময় বাদশাহ সব হজযাত্রীর হজ কবুল করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং হজ পরিচালনায় জড়িত সবার প্রশংসা করেন।

আরাফাতের ময়দানে এক আবেগঘন দিন শেষে নামাজ আদায় ও আল্লাহর কাছে প্রার্থনার পর শনিবার তীর্থযাত্রীরা মিনায় ফিরে গেছেন।

হজযাত্রীরা জামরাত কমপ্লেক্সে শয়তানকে পাথর নিক্ষেপ করা ছাড়াও আগামী কয়েক দিন হজের আনুষ্ঠানিকতা পালন করতে থাকবে।

গত দুই বছর করোনা মহামারির কারণে হজে কড়াকড়ি আরোপ করেছিল সৌদি সরকার।

২০১৯ সালে ২৫ লাখ হজযাত্রী হজ করার সুযোগ পেলেও মহামারির কারণে ২০২০ সালে সৌদি আরবে বাসকারী মাত্র এক হাজার মানুষ পেয়েছিল হজের অনুমতি।

গত বছর সংক্রমণ কিছুটা কমে আসায় অনুমতি পেয়েছিলেন ৬০ হাজার মুসল্লি।

এবার বিশ্বের অন্তত ১০ লাখ মানুষ অংশ নিয়েছেন হজে। চলতি বছরের জুলাই থেকে বিদেশি তীর্থযাত্রীর জন্য গণটিকা প্রচার অভিযান চালিয়েছিল হজ কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এবার মোট অংশগ্রহণকারীর ৮৫ শতাংশই বিদেশি নাগরিক।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ। তবে এটি কেবল তাদের জন্যই প্রযোজ্য যাদের সৌদিতে এসে করার সামর্থ্য আছে।

এ বিভাগের আরো খবর