বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাইরোবি ফ্লাই আতঙ্কে পশ্চিমবঙ্গ

  •    
  • ৬ জুলাই, ২০২২ ২৩:৪১

অ্যাসিড পোকার শরীরে রয়েছে পেডেরিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। হুল ফোটালে তা মানুষের চামড়ায় অ্যাসিডে পোড়ার মতো ক্ষতের সৃষ্টি করছে বলে জানাচ্ছেন, পতঙ্গ বিশেষজ্ঞরা।

নাইরোবি ফ্লাই বা অ্যাসিড পোকার আক্রমণের আতঙ্কে ভুগছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল।

শিলিগুড়ি থেকে সিকিমের বহু মানুষ এই পোকার কামড়ে অসুস্থ হয়েছেন।

নাইরোবি ফ্লাই-এর বৈজ্ঞানিক নাম Paederus Eximius. এটি আসলে এক ধরনের মাছি জাতীয় পোকা। যা কামড়ালে অ্যাসিডে পোড়ার মতো দাগ হয়ে যায়। জ্বালা-পোড়াও হয়।

এমনকি এই পোকার বিষ চোখে লাগলে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কার কথাও বলছেন চিকিৎসকরা।

অ্যাসিড পোকার শরীরে রয়েছে পেডেরিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। হুল ফোটালে তা মানুষের চামড়ায় অ্যাসিডে পোড়ার মতো ক্ষতের সৃষ্টি করছে বলে জানাচ্ছেন, পতঙ্গ বিশেষজ্ঞরা।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বহু ছাত্র-ছাত্রী এই পোকার আক্রমণের শিকার হয়েছেন।

সিকিমের মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রায় এক শ ছাত্রছাত্রী এই অ্যাসিড পোকার সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন।

উত্তরকন্যার স্বাস্থ্য অধিকর্তা জানান, ‘এই পোকা আলোয় থাকতে পছন্দ করে। তাই সন্ধ্যা হলে ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়াই ভালো। পোকার হাত থেকে বাঁচতে মশারি টাঙানোর পাশাপাশি ফুলহাতা জামা পরতে হবে।’

প্রশাসনের পক্ষ থেকে সচেতনামূলক প্রচার চালানো হচ্ছে। পৌর কর্মকর্তাদের দাবি, তেমন ভয়ের কিছু না থাকলেও সকলকে সচেতন থাকতে হবে।

এ বিভাগের আরো খবর