মা গ্রামীণ শিশু যত্ন কেন্দ্র অঙ্গনওয়াড়ির কর্মী, বাবা কৃষক অথচ ছেলে বিশাখ মণ্ডল গুগল ও ফেসবুকে বার্ষিক দুই কোটি টাকা বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে লন্ডনে কাজে যোগ দেবেন তিনি।
যদিও ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক এই যুবক এখনও সিদ্ধান্ত নেননি কোন প্রতিষ্ঠানে চাকরি নেবেন।
ছেলের এই কৃতিত্বে খুশি মা শিবানী দেবী। তিনি বলেন, ‘আমরা দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) কাছেও কৃতজ্ঞ। কারণ ছেলে যদি বিবেকানন্দ স্কলারশিপ না পেত, তাহলে ওকে কলকাতায় রেখে পড়াতে পারতেন না।’
তিনি আরও বলেন, 'ছেলেবেলা থেকে জানতাম, ছেলের মধ্যে একটা আলো আছে। তা নিয়ে অনেকের সঙ্গে আমার বিবাদ হয়েছে। কিন্তু ছেলের কোনো অসুবিধে হতে দিইনি।‘
বিশাখ বলেন, ‘ছেলেবেলা থেকে দেখছি, মা কত কষ্ট করছেন। তাও আমাকে কখনও বলেননি বড় চাকরি পেতে হবে। সব সময় বলেছেন বড় মানুষ হতে হবে। সেটাই আমার লক্ষ্য।’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বিশাখের এই সাফল্য নিয়ে বলেন, ‘এটা আমাদের গর্বের মুহূর্ত। বিশাখ আমাদের মুখ উজ্জ্বল করেছে। আমাদের ছাত্র-ছাত্রীরা যে সেরা এবং আইআইটির থেকে পিছিয়ে নেই, এটা তারই প্রমাণ।’