অন্তত তিনটি নাম নিয়ে বিস্তর আলোচনার পর ভারতের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম ঘোষণা করা হয়েছে।
আলোচনায় থাকা শারদ পাওয়ার, ফারুক আব্দুল্লাহ ও গোপালকৃষ্ণ গান্ধী প্রার্থী হতে রাজি না হওয়ায় যশবন্ত সিনহার নাম সামনে আসে। শেষ পর্যন্ত তার নামই চূড়ান্ত করেছে সম্মিলিত বিরোধী জোট।
বর্ষীয়াণ নেতা শারদ পাওয়ারের বাড়িতে মঙ্গলবার বৈঠকের পর সম্মিলিত বিরোধী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে যশবন্ত সিনহার নাম জানান শারদ পাওয়ার।
এদিকে যশবন্ত সিনহা তৃণমূল কংগ্রেসের সিনিয়র সর্বভারতীয় সভাপতি হওয়ায় কয়েকটি দল তার ব্যাপারে প্রাথমিক আপত্তি জানিয়েছিল। বিরোধী কয়েকটি দলের সেই আপত্তি স্থায়ী হয়নি মঙ্গলবার সকালে যশবন্ত টুইট করে তৃণমূল ছাড়ার ইচ্ছা প্রকাশ করায়। তখনই বিষয়টি এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল যে বিরোধী শিবির থেকে রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হচ্ছেন তিনি। আর এদিন বিকেলে সেই সম্ভাবনাকেই সিলমোহর দিলেন এনসিপি প্রধান শারদ পাওয়ার।
যশবন্তের নাম ঘোষণা হওয়ার পরই টুইট করে তাকে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারাণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা টুইট করে বিরোধী জোটের সিদ্ধান্তকে স্বাগত জানান। একইভাবে টুইট করে অভিষেক জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে যশবন্ত সিনহা শ্রেষ্ঠ বিকল্প।
যশবন্ত সিনহা স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিক। সাবেক এই আমলা দু’দফায় কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী ছিলেন। প্রথমবার চন্দ্রশেখরের মন্ত্রিসভায়। দ্বিতীয়বার অটল বিহারী বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকার সময়ে। তিনি বাজপেয়ির মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামলেছেন। তিনি তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি এবং দলের জাতীয় কর্মসমিতির সদস্য।