বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অগ্নিপথের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ চলছেই

  •    
  • ২০ জুন, ২০২২ ২০:২৪

দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের নয়ডায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ এবং কেরালায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ঝাড়খণ্ডে বন্ধ ছিল স্কুল, নবম এবং একাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করা হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই ভারতে অগ্নিপথ প্রকল্পের অধীনে সদস্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির সেনাবাহিনী। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

সেনাবাহিনী জানায়, নতুন মডেলের অধীনে সব চাকরিপ্রার্থীর নিয়োগের নিবন্ধন হবে অনলাইনে। জুলাই থেকে শুরু হবে নিবন্ধন।

‘অগ্নিবীররা ভারতীয় সেনাবাহিনীতে একটি স্বতন্ত্র পদ তৈরি করবে, যা অন্য যেকোনো বিদ্যমান পদ থেকে আলাদা হবে।’

সেনাবাহিনীতে নিয়োগের নতুন প্রকল্পের কথা ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত মঙ্গলবার জানান। ‘অগ্নিপথ’ নামে ওই প্রকল্পের অধীনে সাড়ে ১৭ থেকে ২১ বছরের অন্তত ৪৫ হাজার তরুণ-তরুণীকে চার বছরের মেয়াদে নিয়োগ দেয়ার কথা।

প্রতিবাদে পরদিন বুধবার সকাল থেকেই শুরু হয়ে যায় ‘অগ্নিপথ’-এর বিরুদ্ধে রোষের অগ্নিবর্ষণ। আন্দোলনকারীদের দাবি, আগের নিয়মেই বাহিনীতে নিয়োগ দিতে হবে।

বিহারের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্তত আট রাজ্যে। পরিস্থিতি সহিংস হয়ে ওঠে বৃহস্পতিবার। বিহার, হরিয়ানা, নয়াদিল্লি, জম্মু এবং ঝাড়খণ্ডের বেশ কয়েকটি অংশে রেল ও সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। আগুন দেয়ার ঘটনাও ঘটেছে অনেক জায়গায়। সোমবার দিনব্যাপী ভারত বনধের ডাক দেন বিক্ষুব্ধরা।

পশ্চিমবঙ্গে কর্মসূচি রুখতে বিভিন্ন শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি প্রস্তুত ছিল রাপিড অ্যাকশন ফোর্স।

বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে টালিগঞ্জ, শ্যামবাজার উত্তর ও দক্ষিণ কলকাতায়। শিয়ালদহ, উল্টোডাঙ্গা, কলকাতা, যাদবপুর রেলস্টেশন, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে, মৌলালি, পাক সার্কাস সেভেন পয়েন্ট, রাজাবাজার হেস্টিংস, হাজরায় বিশেষ কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। কলকাতা শহরের ৫৮টি এলাকায় মোতায়েন রাখা হয়েছে কিউ আর টিম।

দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের নয়ডায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিহার, অন্ধ্রপ্রদেশ এবং কেরালায় প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ঝাড়খণ্ডে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল, নবম এবং একাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

তবে দেশজুড়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবনেও এই বনধের কোনো প্রভাব পড়েনি।

অগ্নিপথ বিক্ষোভের জেরে সোমবার প্রায় ৫৩০টি ট্রেনযাত্রা বাতিল হয়েছে। এর মধ্যে ৩৪৮টি সাধারণ যাত্রীবাহী ট্রেন এবং ১৮১টি মেল/এক্সপ্রেস ট্রেন। এ ছাড়া চারটি মেইল/এক্সপ্রেস ট্রেন এবং ছয়টি যাত্রীবাহী ট্রেনযাত্রা আংশিক বাতিল হয়েছে।

সোমবার যন্তর-মন্তরে জড়ো হয়েছিলেন কংগ্রেস নেতারা সত্যাগ্রহ করতে। এতে অংশ নেন আসামের কংগ্রেস নেতারাও।সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অজয় মাকেন জানান, তারা অগ্নিপথ প্রকল্পটি ফিরিয়ে নেয়ার দাবি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।

তিনি বলেন, ‘প্রকল্পটি নিয়ে প্রথমে তরুণদের সঙ্গে এবং সংসদে আলোচনা করা উচিত।’

তবে সামরিক নেতৃত্ব রোববার অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। এদিনের সত্যাগ্রহে আসামের কংগ্রেস নেতারাও অংশ নেন।

এ বিভাগের আরো খবর