ভালোভাবেই সাইকেল চালিয়ে আসছিলেন, তবে হঠাৎ এক দুর্ঘটনা! যিনি এই দুর্ঘটনায় পড়েছেন এবং মুহূর্তেই মাটি থেকে উঠে দাঁড়িয়েছেন, তার বয়স ৭৯ বছর। এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সাইকেল থেকে পড়ে যাওয়া ব্যক্তির নাম জো বাইডেন। হ্যাঁ, তিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি ‘ভালো ও সুস্থ’ আছেন।
স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোত সমুদ্রসৈকতের কাছে বাইডেন এ দুর্ঘটনার কবলে পড়েন বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
স্ত্রীর সঙ্গে ৪৫তম বিবাহবার্ষিকী উদযাপনে ওই এলাকায় যান প্রেসিডেন্ট বাইডেন। বিবাহবার্ষিকীর উদযাপন ছাড়াও দুর্ঘটনার কারণে স্মরণীয় হয়ে থাকল তার এই বিশেষ সময়টা।
ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজনের সঙ্গে লাইন ধরে সাইকেল চালিয়ে আসছেন বাইডেন। একপর্যায়ে হঠাৎ পড়ে যান তিনি। তাকে টেনে তোলেন কয়েকজন।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলার জন্য থামলে তখন সাইকেল থেকে তিনি পড়ে যান। স্থানীয় লোকজন ছাড়াও এ সময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিচ থেকে উঠে গিয়েই বাইডেন বলতে থাকেন, ‘আমি ভালো অছি’, ‘আমি ভালো আছি’।
আরও পড়ুন: বিমানের সিঁড়িতে বাইডেন পড়লেন তিন বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তখন অনেকেই তাকে দেখে হাততালি দিতে থাকেন। এক নারী তাকে ‘শুভ বাবা দিবস’ বলে অভ্যর্থনা জানান।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জো বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়ার ভিডিও ও ছবি।
হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট বাইডেন ‘ঠিক আছেন।’ নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট নামতে গিয়ে তার পা প্যাডেলে আটকে যায়। তিনি ভালো আছেন।’
এই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্টের চিকিৎসার প্রয়োজন নেই। বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটানোর জন্য তিনি উন্মুখ হয়ে আছেন।’
অবশ্য এমন দুর্ঘটনা বাইডেনের জীবনে এটিই প্রথম নয়। ২০২০ সালে ডিসেম্বরে নিজের পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পড়ে পা ভাঙেন বাইডেন। চিকিৎসার পাশাপাশি সে সময় তাকে কয়েক সপ্তাহের জন্য মেডিক্যাল বুট পরে থাকতে হয়েছিল।
ক্ষমতা গ্রহণের পর গত বছরের মার্চে বিমানে ওঠার সময় সিঁড়িতে তিন বার হোঁচট খান প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসি থেকে আটলান্টা যাওয়ার জন্য এয়ার ফোর্স ওয়ানে উঠছিলেন বাইডেন। এক পর্যায়ে বিমানটির সিঁড়িতে তিন বার হোঁচট খান তিনি।
বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনার ভিডিও প্রকাশিত হয়। পরে অবশ্য ঠিকমতো বিমানের কেবিন পর্যন্ত পৌঁছান বাইডেন। সিঁড়ির মুখে দাঁড়িয়ে স্যালুটও দেন।