বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৈশ্বিক উষ্ণতা: হিমালয়ের বেস ক্যাম্প সরাবে নেপাল

  •    
  • ১৭ জুন, ২০২২ ১৫:১২

নেপাল থেকে হিমালয়ে ওঠার বেস ক্যাম্পের অবস্থান খুম্বু হিমবাহের ওপর। গতবছরও আরোহনের মৌসুমে ১ হাজার ৫০০ পর্বতারোহী এই ক্যাম্প ব্যবহার করেছে। গবেষকরা বলছেন, বৈশ্বিক ঊষ্ণতা এই ক্যাম্পকে অনিরাপদ করে তুলছে। প্রতি বছর খুম্বু হিমবাহ ১ মিটার করে পাতলা হচ্ছে এবং বরফ হয়ে থাকা পানি হারাচ্ছে ৯.৫ মিলিয়ন ঘনমিটার।

হিমালয় এক বিস্ময়ের নাম। পর্বতারোহীদের এখনও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে রয়েছে অসীম গৌরবে। তবে বৈশ্বিক উষ্ণতা এই পর্বতারোহনের পদ্ধতিতেও প্রভাব ফেলেছে। চীনের ভেতর দিয়ে হিমালয় পর্বতারোহনের সংখ্যা বাড়লেও এখনও অধিকাংশ পর্বতারোহী নেপাল দিয়ে হিমালয়ের চূড়ায় ওঠার চেষ্টা করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়ে ওঠার যে সুপরিচিত বেস ক্যাম্প পর্বতারোহীরা ব্যাবহার করে আসছিল তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নেপাল কর্তৃপক্ষ।

নেপাল থেকে হিমালয়ে ওঠার বেস ক্যাম্পের অবস্থান খুম্বু হিমবাহের ওপর। গতবছরও আরোহনের মৌসুমে ১ হাজার ৫০০ পর্বতারোহী এই ক্যাম্প ব্যবহার করেছে।

গবেষকরা বলছেন, বৈশ্বিক ঊষ্ণতা এই ক্যাম্পকে অনিরাপদ করে তুলছে।

লিডস ইউনিভার্সিটির গবেষকরা ২০১৮ সালে চালানো এক সমীক্ষায় দেখেছেন, প্রতি বছর খুম্বু হিমবাহ ১ মিটার করে পাতলা হচ্ছে এবং বরফ হয়ে থাকা পানি হারাচ্ছে ৯.৫ মিলিয়ন ঘনমিটার।

এমন পরিস্থিতিতে নেপাল সরকার হিমালয়ের বেস ক্যাম্প সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, ‘আমরা এখন স্থান পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং খুব শীঘ্রই এর সঙ্গে জড়িত সকলের সঙ্গে আমরা পরামর্শ করবো।’

তবে নেপাল সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন বেস ক্যাম্পের অবস্থান হবে বর্তমান বেজক্যাম্প থেকে ২০০ থেকে ৪০০ মিটার নিচে। বর্তমানে বেস ক্যাম্পের অবস্থান ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায়।

এ বিভাগের আরো খবর