বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেনা নিয়োগে অসন্তোষ, আন্দোলনে পিছু হটল ভারত সরকার

  •    
  • ১৭ জুন, ২০২২ ১২:৪৬

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালে প্রস্তাবিত অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে এককালীন ছাড় দেয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হচ্ছে।

ভারত সরকারের চুক্তিভিত্তিক সেনা নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ বাতিলের দাবিতে অগ্নিগর্ভ বিহারসহ দেশের অন্তত ১০টি রাজ্য। এরই মধ্যে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, গত দুবছরে সেনাবাহিনীতে নিয়োগ করা সম্ভব হয়নি।

এই বিষয়টি নিয়ে সরকার ভাবনাচিন্তা করছে। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে, ২০২২ সালে প্রস্তাবিত অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে এককালীন ছাড় দেয়া হবে। নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হচ্ছে।

দেশের বিভিন্ন রাজ্যে দফায় দফায় বিক্ষোভ-আন্দোলন-অবরোধ চলছে। নতুন নতুন রাজ্যে ছড়িয়ে পড়ছে আন্দোলন। শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ শুরু হয়েছে।

এদিন সকালেই বিহারে একটি আস্ত ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। একাধিক স্টেশনে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। বিক্ষোভের জেরে ৩০টি ট্রেন বাতিল করা হয়েছে।

ছপরায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। মহিউদ্দিননগর স্টেশনে হাজিপুর-বরাউনি লাইনে জম্মু-তাওয়াই এক্সপ্রেসের দু’টি কামরায় আগুন ধরিয়ে দেয়া হয়।

সমস্তিপুরে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসেও বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে। বাসেও ভাঙচুর চালানো হয়।

বিহারের বক্সারে পরিস্থিতি খুবই ভয়াবহ। সেখানে একাধিক স্টেশন আগুন লাগিয়ে দেয়া হয়েছে।

পাটনাগামী জনশতাব্দি ট্রেন সেখানে ৩০ মিনিট আটকে রাখা হয়। বিক্ষোভের জেরে এখনও অবধি বিহারে বাতিল করা হয়েছে ৩৮টি ট্রেন। সময় পিছিয়ে দেয়া হয়েছে অন্তত ৭২টি ট্রেনের।

উত্তরপ্রদেশের বুলন্দশহর, আলিগড়, উন্নাওতে বিক্ষোভ হয়েছে। রাজস্থানের সিকার জেলায় রাস্তা অবরোধ করেছেন আন্দোলনকারীরা। মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডতেও বিক্ষোভ হয়েছে।

অন্যদিকে, বিজেপি সূত্রে বলা হয়েছে, উত্তাল পরিস্থিতি সামাল দিতে দিল্লি থেকে সব রাজ্য পার্টিকে বলা হয়েছে যতভাবে সম্ভব অগ্নিপথ নিয়ে প্রচার চালাতে।

ভারতীয় সেনাবাহিনীও নিজেদের মতো করে এই স্কিম নিয়ে অচিরেই প্রচারে নামবে। সেনায় যোগদানের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস এবং বয়সসীমা সাড়ে সতেরো থেকে তেইশ বছর রাখা হয়েছে। তাই স্কুল এবং কলেজেও প্রচার চালাবে সেনাবাহিনী।

এ বিভাগের আরো খবর