বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বায়ুদূষণ: দিল্লির মানুষের আয়ু কমছে ১০ বছর

  •    
  • ১৪ জুন, ২০২২ ১৬:৫০

বর্তমান বায়ুদূষণের মাত্রা অব্যাহত থাকলে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত ৫০ কোটিরও বেশি মানুষ গড় আয়ু ৭ দশমিক ৬ বছর করে হারাতে পারে।

শিকাগো ইউনিভার্সিটি অফ এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) সর্বশেষ বায়ুর গুণমান প্রভাবিত যে জীবন সূচক প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে, দিল্লি হলো বিশ্বের সবচেয়ে দূষিত শহর।

দিল্লির বাতাস মানুষের জীবন প্রায় ১০ বছর কমিয়ে দিচ্ছে, আর লখনৌতে কমছে সাড়ে ৯ বছর।

এটি একটি দূষণ সূচক যা বায়ু দূষণের কণার প্রভাবে জীবনের আয়ু সম্পর্কে বোঝার চেষ্টা করে। বলা হয়েছে, ইন্দো-গাঙ্গেয় সমভূমি বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চল।

প্রতিবেদন অনুসারে, বর্তমান দূষণের মাত্রা অব্যাহত থাকলে পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত ৫০ কোটিরও বেশি মানুষ গড় আয়ু ৭ দশমিক ৬ বছর করে হারাতে পারেন।

বৰ্তমান দূষণের মাত্রা ধূমপানের চেয়ে বায়ুকে আরও প্রাণঘাতী করে তোলে যা আয়ু দেড় বছর এবং শিশু ও মায়েদের অপুষ্টি ১ দশমিক ৮ বছর কমিয়ে দিচ্ছে।

লকডাউন সত্ত্বেও ভারতে বায়ু দূষণের মাত্রা ২০২০ সালে বাড়তে থাকে, যা বিশ্বব্যাপী গড় ২.২ বছরের তুলনায় ভারতীয় গড় আয়ু পাঁচ বছর কমিয়ে দেয়। এটি একটি প্যান-দক্ষিণ এশিয়ার সংকট যার মাত্রা পাকিস্তান এবং বাংলাদেশেও বাড়ছে বলে ওই প্রতিবেদনে দাবি করেন গবেষকরা।

এর কিছু কারণ উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো- গত দুই দশকে বা তারও বেশি সময়ে এই অঞ্চলে যানবাহন চলাচল এবং কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তিন থেকে চার গুণ বেড়েছে। ফসল পোড়ানো, ইট ভাটা এবং অন্যান্য শিল্পের কারণে ক্রমশ জটিল হয়েছে।

এই সময়ে ভারতের কণা দূষণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। ইপিআইসি-এর রিপোর্ট অনুযায়ী, ১৯৯৮ সাল থেকে গড় বার্ষিক কণা দূষণ ৬১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্বব্যাপী ২০১৩ সাল থেকে বিশ্বের দূষণ বৃদ্ধির প্রায় ৪৪ শতাংশ ভারত থেকে এসেছে।

২০১৩ সাল থেকে চীন তার নির্গমণ প্রায় ৪০ শতাংশ কমিয়েছে। এই সাফল্যের বেশিরভাগই এসেছে একটি ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ প্লেবুক থেকে, যা সাধারণত বিবেচনা করে না কীভাবে তাদের লক্ষ্য অর্জনের খরচ কমানো যায় বলেও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

এ বিভাগের আরো খবর