মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে ডেকেছে পুলিশ।
আগামী ২৫ জুন মুম্বাই পুলিশের সামনে উপস্থিত হয়ে তাকে এ বিষয়ে জবানবন্দি দিতে হবে বলে এক প্রতিবেদনে রোববার জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ওই দিন নূপুরের জবানবন্দি রেকর্ডের পাশাপাশি টেলিভিশন বিতর্কে তার দেয়া বক্তব্যের ভিডিও ফুটেজও দেখবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে নূপুরের বিরুদ্ধে মুম্বাইয়ে লিখিত অভিযোগ এসেছে। এরই পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হচ্ছে। ২৫ জুন সকাল ১১টায় নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় তাকে নোটিশ পাঠানো হয়েছে।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে নূপুর শর্মা মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা নবীন কুমার জিন্দালও।
এরপরই শুরু হয় সমালোচনা আর বিক্ষোভ। দেশের বিভিন্ন স্থানে চলছে সংঘর্ষও। বিভিন্ন রাজ্যে এরই মধ্যে নূপুরের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে ক্ষোভ পৌঁছেছে বিভিন্ন মুসলিম দেশে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে কোনো কোনো দেশ।
এ ইস্যুতে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় বিজেপির পক্ষ থেকে নূপুর ও নবীনকে ছয় বছরের জন্য বরখাস্ত করা হয়।
মধ্যপ্রাচ্যের বেশ কিছু সংবাদমাধ্যম এবং পশ্চিমা সংবাদমাধ্যম বিবিসি জানায়, সেসব দেশে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণাও দিয়েছে মুসলমানরা।
এ ঘটনার পর দলের নেতা ও মুখপাত্রদের টিভি বিতর্কে অংশ নেয়ার ব্যাপারে নতুন নিয়ম করেছে বিজেপি। এখন থেকে কেবল দলটির অনুমোদিত মুখপাত্র এবং প্যানেলিস্টরা টেলিভিশন বিতর্কে অংশ নিতে পারবেন। টিভি বিতর্কে অংশ নিতে মুখপাত্র এবং প্যানেলিস্ট নির্ধারণ করে দেবে দলটির মিডিয়া সেল।
নূপুরকে গ্রেপ্তারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। তবে এখনও পর্যন্ত নূপুর-বিতর্কে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ অবস্থায় বিজেপি নেত্রীকে পুলিশি তলব নতুন মাত্রা যোগ করল।