বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্দুক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

  •    
  • ১২ জুন, ২০২২ ১০:৪৯

যুক্তরাষ্ট্রে বন্দুকের নিরাপদ ব্যবহার নিয়ে কাজ করা সংগঠন এমএফওএল শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির পাশাপাশি নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ বিভিন্ন স্থানে ৪৫০টি বিক্ষোভ সমাবেশের উদ্যোগ নেয়।

বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দুটি বন্দুক হামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার দেশটিতে সাড়ে চার শ বিক্ষোভ সমাবেশ হয়।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘আমি গুলিবিদ্ধ হওয়া থেকে মুক্তি চাই’ ধরনের স্লোগান দেন। তাদের সমর্থন জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বন্দুক নিরাপত্তা আইন প্রণয়নে আইনসভা কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। যদিও কংগ্রেসে এ ধরনের কোনো বিল আটকে দিতে পারে বিরোধী রিপাবলিকান পার্টি।

গত ২৪ মে টেক্সাসের উভালডের রব এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশু ও প্রাপ্তবয়স্ক দুজন নিহত হন। এর কয়েক দিন আগে নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুক হামলায় ১০ জনের প্রাণহানি হয়।

এ দুই হামলার পর যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইন করার দাবি জানায় বিভিন্ন মহল।

দেশটিতে বন্দুকের নিরাপদ ব্যবহার নিয়ে কাজ করা সংগঠন ‘মার্চ ফর আওয়ার লাইভস’ (এমএফওএল) শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির পাশাপাশি নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ বিভিন্ন স্থানে ৪৫০টি বিক্ষোভ-সমাবেশের উদ্যোগ নেয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বন্দুক হামলায় প্রতিনিয়ত প্রাণহানির মধ্যে রাজনীতিকরা অলস বসে থাকতে পারেন না।

রাজনীতিকদের সদিচ্ছা না থাকায় আমেরিকানরা প্রাণ হারাচ্ছে বলেও মনে করে সংগঠনটি।

এমএফওএলের এক বোর্ড সদস্য বিবৃতিতে বলেন, ‘যেখানে লোকজন প্রতিনিয়ত মারা যাচ্ছে, সেখানে আপনাদের অলস বসে থাকতে দিতে পারি না আমরা।’

এ বিভাগের আরো খবর