করোনাভাইরাস পরীক্ষার কিট কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থান লং এবং রাজধানী হ্যানয়ের মেয়র এনগক আনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে, দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি মন্ত্রীকে বরখাস্ত করে। সেই সঙ্গে পার্লামেন্টের সদস্য পদও হারান তিনি।
এ কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে কমিউনিস্টপন্থি দেশটিতে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানে তারা গ্রেপ্তার হন।
এই দুজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ঘুষ নেয়ার মাধ্যমে করোনা পরীক্ষার কিট সরবরাহ করতেন। সেই সঙ্গে সেসব কিটের ক্রয়মূল্যের রসিদে অতিরিক্ত দাম দেখানো হতো।
জননিরাপত্তা মন্ত্রণালয় মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থান লংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় সম্পদের অব্যবস্থাপনা ও অনিয়ম সংক্রান্ত বিধিমালা লঙ্ঘন, দেশের সম্পদের ক্ষতি ও অপচয় করার অভিযোগ রয়েছে ৫৬ বছর বয়সী লংয়ের বিরুদ্ধে।
হ্যানয়ের মেয়র এনগক আনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়, দায়িত্ব পালনের সময় পদ ও ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি।
দেশটির উচ্চ আদালত সুপ্রিম পিপলস প্রকিউরেসির অনুমোদন পাওয়ার পর আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জননিরাপত্তা মন্ত্রণালয়।
গ্রেপ্তারের আগে সোমবার এই দুজনকে কমিউনিস্ট পার্টির সদস্যপদ থেকে সরিয়ে দেয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত দেশটির উৎপাদিত ‘ভিয়েত-এ করোনাভাইরাস টেস্ট-কিট’ এর উৎপাদন, সরবরাহ ও বিতরণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, রোগ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিভাগের বহু কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।
সম্প্রতি স্বাস্থ্য কর্মকর্তাদের ঘুষ দেয়ায় অভিযুক্ত হয়েছেন ভিয়েত-এর মহাপরিচালক ফান কোওক ভিয়েত।
অতিরিক্ত উৎপাদন খরচ ও ক্রয়মূল্য দেখিয়ে ১৭ কোটি ডলার হাতিয়ে নেয়া হয়েছে। এ সময় ঘুষ লেনদেন করা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি ডলার।