রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৭০ বছর পূর্তি উপলক্ষে ব্রিটেনজুড়ে চলছে ‘প্লাটিনাম জুবিলি’ উৎসব।
উৎসব ঘিরে ব্রিটিশ রাজ দপ্তর থেকে বৃহস্পতিবার রানির ছবি প্রকাশ হয়। ধারণা করা হচ্ছে আয়োজনে সরাসরি অংশ নেবেন কয়েক লাখ মানুষ।
রানিকে সম্মান জানাতে ব্রিটেনে এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে চার দিন ধরে অনুষ্ঠান চলছে।
ব্রিটেনে দিনের অনুষ্ঠানমালা শুরু হয় ট্রুপিং দ্য কালার নামের এক ঐতিহ্যবাহী সামরিক প্যারেড দিয়ে।
এতে ১২০০ এর ওপর সেনা, ২০০ ঘোড়া এবং সেনাবাহিনীর কয়েকশ বাদ্যশিল্পী অংশ নিচ্ছে।
এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি উইন্ডস এর জন্ম তার দাদা রাজা জর্জের রাজত্বকালে ১৯২৬ সালের ২২ এপ্রিল।
তার বাবা ১৯৩৬ সালে নিজের ভাই রাজা অষ্টম এডওয়ার্ডের পর সিংহাসনে বসেছিলেন। সেই সময় থেকেই এলিজাবেথ সিংহাসনের উত্তরাধিকারী।
১৯৫২ সালের ফেব্রুয়ারিতে তাঁর বাবা রাজা জর্জ মারা গেলে এলিজাবেথ কমনওয়েলথের প্রধান হন এবং সাতটি কমনওয়েলথভুক্ত দেশের রেজিমেন্টের প্রধান হন। দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং সিলন।
২৪ শে মার্চ কুইন মেরির মৃত্যুর পর ১৯৫৩ সালের ২রা জুন তার রাজ্যাভিষেক হয়।
এলিজাবেথের ‘প্লাটিনাম জুবিলি’র এ রাজকীয় আয়োজন টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন বিশ্বের মানুষ ।
কেমন হবে এই আয়োজন, তা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্রায় ১৫০০ সেনাসদস্য, সেনাবাহিনীর সংগীত দলের ৪০০ সদস্য ও ২৫০টি ঘোড়া ঐতিহ্যবাহী ‘ট্রুপিং দ্য কালার’ (ব্রিটিশ সার্বভৌমত্বের জন্মদিন উদ্যাপন) কুচকাওয়াজে অংশ নেয়।
ট্রাফালগার স্কয়ার থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত কোল্ডস্ট্রিম গার্ডসের প্রায় ২০০ সেনা মোতায়েন থাকবে।
বৃহস্পতিবার দুপুরে দেশজুড়ে ৪২টি গানের মাধ্যমে রাণিকে স্যালুট দেয়া হবে।
এছাড়া কুচকাওয়াজের শেষ অংশে থাকবে বাকিংহাম প্যালেসের ওপর দিয়ে বিমান প্রদর্শনী। সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার ৭০টির বেশি বিমান এই প্রদর্শনীতে অংশ নেবে।
রাজপরিবারের যেসব সদস্যের রাজপদবী আছে, তারাই শুধু এখানে উপস্থিত থাকতে পারবেন। অর্থাৎ প্রিন্স হ্যারি, তাঁর স্ত্রী মেগান ও রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রু অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না।
শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই ঝলমলে আয়োজনে রয়েছে যুক্তরাজ্যজুড়ে দুই হাজার আট শতাধিক আলোকশিখা প্রজ্বলন, পাঁচটি মহাদেশের কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের রাজধানীতে মশাল জ্বালানো, লন্ডনের বিভিন্ন সেতু, স্তম্ভ ও গির্জায়ও আলোকসজ্জা।
রোববারের মধ্য লন্ডনজুড়ে ‘প্লাটিনাম জুবিলি পেজেন্ট’ নামে একটি গণকুচকাওয়াজের আয়োজন করা হবে। এদিন প্রায় ১০ হাজার মানুষকে নিয়ে একটি সৃজনশীল প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বর্ণাঢ্য এ আয়োজন উপলক্ষে বার্তা পাঠিয়ে রানিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।