তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি ও আন্তরিক সমঝোতা আলোচনায় বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাগিদ দিয়েছেন ফ্রান্স ও জার্মানির রাষ্ট্র ও সরকারপ্রধান।
স্থানীয় সময় শনিবার ৮০ মিনিটের ফোনালাপে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ এ তাগিদ দেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ সামরিক অভিযান এখনও চলছে। দৃশ্যত অন্তহীন এ যুদ্ধে দুই পক্ষই লড়ে যাচ্ছে।
শক্তিমত্তায় বড় ব্যবধান থাকা দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে বিভিন্ন পক্ষ চেষ্টা চালিয়েও সফল হয়নি। এমন বাস্তবতায় ইউরোপের প্রভাবশালী দুটি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর দুই ব্যক্তি দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি রুশ সেনা প্রত্যাহারের তাগিদ দিয়েছেন বলে জানিয়েছে জার্মান চ্যান্সেলরের কার্যালয়।
বিপরীতে পুতিনকে উদ্ধৃত করে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, কিয়েভের সঙ্গে সংলাপ শুরুতে আপত্তি নেই মস্কোর।
ক্রেমলিনের বিবৃতিতে জেলেনস্কির সঙ্গে পুতিনের সরাসরি আলাপের বিষয়ে কিছু বলা হয়নি।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, তিনি আলোচনায় বসতে ‘ব্যাকুল’ নন, তবে সংঘাত বন্ধে এটার দরকার হতে পারে।