বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কানাডায় স্কুলের কাছে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

  •    
  • ২৭ মে, ২০২২ ১৩:১২

টরন্টো পুলিশপ্রধান জেমস রামার বলেন, ‘টরন্টোর পোর্ট ইউনিয়ন আবাসিক এলাকায় পাশাপাশি পাঁচটি স্কুল রয়েছে। এই এলাকায় একজনকে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। পরে তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলার পর পরই এবার কানাডায় স্কুলের কাছে পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে কানাডার টরন্টোতে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

টরন্টো পুলিশ জানায়, বন্দুকধারী একজন যুবক। তার বয়স ২০ বছর।

টরন্টো পুলিশপ্রধান জেমস রামার বলেন, ‘টরন্টোর পোর্ট ইউনিয়ন আবাসিক এলাকায় পাশাপাশি পাঁচটি স্কুল রয়েছে। স্কুলের কাছে একজনকে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। পরে তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’

বন্দুকধারী হামলার উদ্দেশ্যে স্কুলের কাছাকাছি গিয়েছিলেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। বন্দুকধারীর বিষয়ে বিস্তারিত টরন্টো পুলিশ এখনও জানাইনি।

রামার বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। এখনই এ বিষয়ে কিছু জানাতে পারছি না।’

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানকার সব স্কুল বন্ধ করে দেয়া হয়।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি এলিমেন্টারি স্কুলে ১৮ বছর বয়সী এক তরুণ গুলি চালিয়ে ১৯ শিশু শিক্ষার্থী ও দুই শিক্ষিকাকে হত্যা করে। এরপর পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই হামলাকারীও নিহত হন।

এ বিভাগের আরো খবর