অর্থনৈতিকসহ নানা সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় নতুন করে আরও ১০ মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার সকালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ওই মন্ত্রীদের নিয়োগ দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিলন টুডে।
নতুন নিয়োগ পাওয়া মন্ত্রীদের মধ্যে ইলাম পিউপিলস ডেমোক্রেটিক পার্টির নেতা ডগলাস দেবানন্দকে দেয়া হয়েছে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবহন, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্যান্দুলা গানওয়ার্দেনা।
এ ছাড়া পানি সম্পদ, কৃষি, বন, শিল্প, ধর্ম, সংস্কৃতি ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়েও নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। এই ১০ মন্ত্রীই শপথ গ্রহণ করেছেন।
ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় টানা কয়েক দিন ধরে চলা সরকারবিরোধী আন্দোলন গত ১১ মে আরও বড় রূপ ধারণ করে। ওইদিনের সংঘর্ষে নিহত হন ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক এমপি ও পুলিশ সদস্যসহ অন্তত নয়জন।
করোনাভাইরাস মহামারি, ক্রমবর্ধমান জ্বালানি মূল্য এবং কর কর্তনে বড় ধরনের সংকটে পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। বিদেশি মুদ্রার তীব্র সংকট এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে দেশটিতে ওষুধ, জ্বালানি ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর সংকটও চরমে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার পরিবারের বিরুদ্ধে দেশটির বিভিন্ন প্রান্তে বড় ধরনের বিক্ষোভ হয়েছে, যার কোনো কোনোটি সহিংস রূপ নিয়েছে। এক পর্যায়ে প্রধানমন্ত্রী মাহিন্দা রাকাপাকসে পদ ছেড়েছেন। এসেছেন নতুন প্রধানমন্ত্রী।