কর্মক্ষেত্রে ধূমপান অথবা নেশাজাতীয় দ্রব্য সেবনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া।
সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
এয়ার ইন্ডিয়ার প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সুরেশ দত্ত ত্রিপাঠি সংস্থার কর্মীদের ওপর এই নিষেধাজ্ঞা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া একটি দায়িত্বশীল এবং ঐতিহ্যবাহী সংস্থা। সংস্থার সব কর্মীর প্রতি আমাদের আহ্বান কর্মক্ষেত্রে আপনারা ধূমপান অথবা যেকোনো নেশাজাতীয় দ্রব্য থেকে বিরত থাকবেন। সহকর্মীদের নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ প্রদান করতে এয়ার ইন্ডিয়া বদ্ধপরিকর।
নিষেধাজ্ঞা অমান্য করলে কর্মচারীদের প্রতি কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তির বিষয়ে সংস্থার কর্মকতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, ১৯৩২ সালে টাটা গোষ্ঠীর হাত ধরেই শুরু হয়েছিল দেশের প্রথম বিমান সংস্থা। তখন এর নাম ছিল টাটা এয়ারলাইনস। ১৯৪৬ সালে সেই সংস্থার নাম বদল করা হয় এয়ার ইন্ডিয়া।
গত ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আবার টাটার হাতে আসে এয়ার ইন্ডিয়া ৷ এরপরই বেশ কিছু নীতিমালায় পরিবর্তন আনা হয়। নেয়া হয় নানা পদক্ষেপ।