দীর্ঘ ৯ বছর পর অস্ট্রেলিয়ার রাজনীতিতে পরিবর্তনের আভাস মিলেছে। বর্তমান মধ্য-ডানপন্থি প্রধানমন্ত্রী স্কট মরিসনকে হারিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছেন লেবার পার্টির অ্যান্থনি আলবানিজ।
এতে জন হাওয়ার্ডের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে লিবারেল-ন্যাশনাল জোটের নেতা মরিসন পুরো মেয়াদ শেষ করতে পেরেছেন।
অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটিতে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার হবে তা এখনও স্পষ্ট হয়নি।
অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের মধ্যে মরিসন ৪৭টি এবং অ্যান্থনি পেয়েছেন ৭০ আসনে জয়। ক্ষমতা নিশ্চিতে প্রয়োজন ৭৬ আসন।
ভোটের আগের জরিপে এগিয়ে ছিলেন মরিসন। তার জনসমর্থন ছিল ৪৮ শতাংশ। অন্যদিকে জোটের সমর্থন ৪৬ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, জলবায়ু ও করোনা ইস্যুতে জনপ্রিয়তা হারিয়েছেন মরিসন। এ ছাড়া আবাসন, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় প্রভাব ফেলেছে ভোটে।
লেবার পার্টি বলছে, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪৩ শতাংশ কমিয়ে ফেলবে তারা। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, প্যারিস চুক্তি অনুযায়ী, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। তারা ২০৩০ সালের মধ্যে ৬০ শতাংশ নির্গমন কমাতে চান।