শ্রীলঙ্কার চলা অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট সমাধানে এগিয়ে এসেছে দেশটির একটি রাজনৈতিক দল। পার্লামেন্টে তিন আসন থাকা জাথিকা জন বালাওয়েগয়া (ন্যাশনাল পিপলস পাওয়ার- এনপিপি) বলছে, অন্যসব রাজনৈতিক দলের সমর্থন পেলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে তারা প্রস্তুত।
দলের নেতা অনুরা কুমারা ডিসনায়াক বুধবার সংবাদ সম্মেলনে বলেন, ‘সবার আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে পদত্যাগ করতে হবে। তারপর পার্লামেন্টের স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। এরপরই শুরু হবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া।
‘যদি অন্য দলগুলো অন্তর্বর্তী সরকার গঠনে এনপিপিকে সমর্থন দিতে না চায়, তাহলে বিরোধীদলে থেকে অন্য দলগুলোকে সমর্থন করব।’
পার্লামেন্টে নিজদের তিন আসন আছে জানিয়ে অনুরা কুমারা বলেন, ‘তারপরও আমরা একটি সরকার গঠন করতে চাই। আমরা চাই, রাজনৈতিক এই অস্থিতিশীলতা যেন দূর হয়। আমরা সরকার গঠন করলে ৬ মাসের মধ্যে সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে। তখন জনগণ নিজের পছন্দের সরকারকে ক্ষমতায় নিয়ে আসবে।