শ্রীলঙ্কায় চলা রাজনৈতিক অস্থিরতা বন্ধে এবার পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। নতুন মন্ত্রীসভা গঠনে চলতি সপ্তাহেই দায়িত্ব ছাড়তে পারেন বিতর্কিত এই নেতা।
কলম্বো গ্যাজেটের প্রতিবেদন বলছে, শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা (এসএলপিপি)- এর স্থানীয় কাউন্সিল সদস্যদের ব্রিফ করবেন রাজাপাকসে। এরপরই তিনি পদত্যাগের ঘোষণা দেবেন।
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে শুক্রবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার অনুরোধ করেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী পদত্যাগ করলে প্রেসিডেন্ট একটি সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য সংসদে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবেন বলে আশা করা হচ্ছে।
বিরোধীদল সামাগি জনা বালাওয়েগয়া (এসজেবি) এরইমধ্যে ঘোষণা জানিয়েছে, জাতীয় সংকট মোকাবিলায় বার অ্যাসোসিয়েশন অফ শ্রীলঙ্কার (বিএএসএল) প্রস্তাবগুলোকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এসজেবি’র এমপি হারিন ফার্নান্দো সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমান প্রেসিডেন্টকে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছে বিএএসএল। একই সঙ্গে কার্যনির্বাহী প্রেসিডেন্টের পদ বিলুপ্ত করতে হবে।
অ্যাটর্নি অ্যাট-ল অজিথ পি. পেরেরা জানিয়েছেন, এসজেবি বিষয়টি নিয়ে আরও আলোচনা করার জন্য বিএএসএল-এর সঙ্গে দেখা করবে৷
তিনি বলেন, ‘এসজেবি এই প্রক্রিয়ার জন্য অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনও চাইবে।’
বৈদেশিক রিজার্ভের সংকট এবং মুদ্রাস্ফীতিতে স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক মন্দায় ধুঁকছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এ জন্য রাজাপাকসে সরকারের দুর্নীতিকে দুষছে দেশটির জনগণ।