প্রতিবেশী দেশ মেক্সিকোতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
২০২০ সালে ট্রাম্প ওই পরিকল্পনা করছিলেন বলে আত্মজীবনীতে লিখেছেন তারই সাবেক প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপার।
নিউ ইয়র্ক টাইমস বলছে, মেক্সিকোর মাদক তৈরির আস্তানা ধ্বংসের জন্য চিন্তা-ভাবনা করছিলেন এই ট্রাম্প। এরই অংশ হিসেবে সেখানে হামলা চালাতে চেয়েছিলেন তিনি।
‘একটি পবিত্র শপথ’ নামে বই লিখেছেন এসপার। এতে আরও মেক্সিকোতে হামলার পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি।
নির্বাচনে ট্রাম্প কীভাবে তার প্রভাব খাটাতে পারতেন এবং সেনাবাহিনীকে তার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করার পরিকল্পনা করছিলেন তা নিয়েও বিভিন্ন তথ্য দিয়েছেন সাবেক এই প্রতিরক্ষা সচিব।
আগামী মঙ্গলবার প্রকাশিত হতে যাচ্ছে এসপারের এই আত্মজীবনী। এ উপলক্ষে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ও ইতিহাসের জন্য লিখছি বলে আমার মনে হয়েছে।'
ট্রাম্পের প্রসঙ্গে ক্ষুব্ধ এসপা বলেন, ট্রাম্প একজন নীতিহীন ব্যক্তি। নিজের স্বার্থই দেখেছেন সবসময়। তার কোনো জনসেবামূলক পদে থাকা উচিত নয়।
প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেন ডনাল্ড ট্রাম্প। এর আগে আরও তিনজন সচিবকে পরিবর্তন করে এসপারকে সচিব রেখেছিলেন তিনি।
প্রায় ১৬ মাস যাবৎ ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা সচিব হিসেবে কাজ করে আসছিলেন এসপার। শেষ দিকে অবশ্য ট্রাম্পের সঙ্গে এসপারের সম্পর্ক তলানিতে ঠেকেছিল।
বর্ণবাদী ঘটনার পর বিক্ষোভ থামাতে সামরিক বাহিনী মোতায়েন নিয়ে ট্রাম্প ও এসপারের মধ্যে বিরোধ চরমে ওঠে। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সেনা পাঠিয়ে বিক্ষোভ দমন করার কথা বলেছিলেন ট্রাম্প। এসপার জানিয়েছিলেন, এটি উচিত নয়।
এ ছাড়া আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করে ট্রাম্পের রোষের মুখে পড়তে হয়েছিল তাকে।