বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনের গুদামে পচছে আড়াই কোটি টন গম

  •    
  • ৬ মে, ২০২২ ১৭:৪৭

এমন প্রেক্ষাপটে খাদ্যপণ্যের দামের ওপর প্রভাব পড়ছে বলে মনে করছে খাদ্য সংস্থা। খাদের অভাব নিয়ে শঙ্কার কথাও জানিয়েছে তারা।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের গুদামে রক্ষণাবেক্ষণ ও রপ্তানির সুযোগের অভাবে পচে যাচ্ছে প্রায় আড়াই কোটি টন গম ও ভুট্টা।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স

গুদামের অবকাঠামোগত অবস্থা এবং সাগর দিয়ে পণ্যবাহী জাহাজ না যাওয়ায় এসব খাদ্যপণ্য ইউক্রেন থেকে অন্য কোনো দেশে পাঠানো যাচ্ছে না।

এমন প্রেক্ষাপটে খাদ্যপণ্যের দামের ওপর প্রভাব পড়ছে বলে মনে করছে খাদ্য সংস্থা। খাদের অভাব নিয়ে শঙ্কার কথাও জানিয়েছে তারা।

২০২০-২১ সালের হিসাব অনুযায়ী, বিশ্বে ভুট্টা রপ্তানিতে চতুর্থ ও গম উৎপাদনে ষষ্ঠ অবস্থানে রয়েছে ইউক্রেন।

এক প্রেস ব্রিফিংয়ে এফএওর উপপরিচালক জোসেফ স্মিডুবার বলেন, ‘ইউক্রেনের পরিস্থিতি এই মুহূর্তে বীভৎস। প্রায় আড়াই কোটি টন খাদ্যশস্য এ দেশ থেকে রপ্তানি করা যেতে পারে; তবে এখন তা সম্ভব না।’

’কেবল অবকাঠামোর অভাব এবং বন্দর আটকে থাকার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ’দেশে যুদ্ধময় পরিস্থিতিতেও ফসল কাটার অবস্থা ততটা ভয়ঙ্কর মনে হচ্ছে না। ইউক্রেনে আসলে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা নেই। বিশেষ করে যদি এখান থেকে পণ্য রপ্তানির কোনো ব্যবস্থা না থাকে তবে সেটা ভয়ঙ্কর।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।

বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এখন পর্যন্ত হতাহত হয়েছে বহু মানুষ। দেশটির ৮০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর দেশ ছেড়েছে ৫০ লাখের বেশি।

এ বিভাগের আরো খবর