বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জঙ্গলমহলে মাওবাদী পোস্টার বিজেপির চক্রান্ত: মমতা

  •    
  • ২৮ এপ্রিল, ২০২২ ১৮:০২

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, ‘একটা, দুটো, তিনটে পোস্টার বিজেপি লাগিয়ে দিয়েছে। তোমরা লোকালি কেন বলে দিচ্ছ না যে, ঘটনা সত্য নয়। যদি ঝাড়খণ্ড থেকে কোনো মাওবাদী আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও।’

জঙ্গলমহলে মাওবাদী পোস্টারে আতঙ্ক ছড়ানোর ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার অভিযোগ, ‘সবটাই সুপরিকল্পিত প্রচার।’

বুধবার পশ্চিমবঙ্গ সরকারের সদর দপ্তর নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠকে যোগ দেন সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের জেলা শাসক ও পুলিশ সুপারকে মাওবাদী পোস্টার নিয়ে জানতে চাইলে তারা বলেন, ‘এগুলো যে মাওবাদীদের লাগানো পোস্টার তার যথেষ্ট প্রমাণ নেই। স্থানীয় স্তরে এই সমস্যা নিয়ে কিছু জানা যায়নি।’

এই জবাবে সন্তুষ্ট না হয়ে মমতা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘একটা, দুটো, তিনটে পোস্টার বিজেপি লাগিয়ে দিয়েছে। তোমরা লোকালি কেন বলে দিচ্ছ না যে, ঘটনা সত্য নয়। যদি ঝাড়খণ্ড থেকে কোনো মাওবাদী আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও।’

পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ জানান, ‘বেলপাহাড়ি সীমান্ত সিল করে দেয়া হয়েছে। চেকিং চলছে।’

মমতা বলেন, ‘বেলপাহাড়ি, ঝাড়খণ্ড দিয়ে লোক ঢুকছে, তাদের মদদ দেয়া হচ্ছে। দরকারে তাদের গ্রেপ্তার করতে হবে।’

রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল মনোজ মালব্য জানান, মাওবাদী পোস্টারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের ওপর নজর রাখা হচ্ছে।

এ সময় মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘ঝাড়গ্রাম যাব। কবে যাব, পরে জানাব।’

বিনপুর, বেলদা, শিলদাসহ জঙ্গলমহলের একাধিক জায়গায় মাওবাদী হুমকি পোস্টার পড়ছে। পোস্টারে তৃণমূল নেতাদের হুমকি দেয়া হচ্ছে । একাধিক জায়গা থেকে ল্যান্ডমাইন উদ্ধার করেছে পুলিশ। জঙ্গলমহলের একাধিক তৃণমূল নেতা ভয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপারকে চিঠি লিখে বাড়তি নিরাপত্তা চেয়েছেন।

বিভিন্ন সূত্রে খবর, জঙ্গলমহলের জেলাগুলোয় মাওবাদী তৎপরতা বেড়েছে।

এ বিভাগের আরো খবর