ইউক্রেনে চলা রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ বন্ধে দূত পাঠিয়ে ব্যর্থ হওয়ার পর এবার সরাসরি মস্কো সফর করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব।
পুতিনের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির আহ্বান জানাতে পারেন গুতেরেস। এই প্রস্তাবে পুতিন কী জবাব দেবেন তা নিয়ে চলছে জোর জল্পনা।
এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন গুতেরেস। আলোচনায় মারিউপোল বন্দরের মতো অবরুদ্ধ শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের বের করে আনা এবং খাদ্য, ওষুধ ও অন্যান্য মৌলিক পণ্য পেতে অবিলম্বে মানবিক করিডোরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন গুতেরেস।
ইউক্রেনে আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন লঙ্ঘন হচ্ছে কি না সে বিষয়েও উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব। সম্ভাব্য যুদ্ধাপরাধের স্বাধীন তদন্তের তাগিদ দেন তিনি।
যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস (বাঁয়ে) ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ছবি: সংগৃহীত
বৈঠক শেষে গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘খুব খোলামেলা আলোচনা হয়েছে। এটা স্পষ্ট যে ইউক্রেনে যা ঘটছে তা নিয়ে দেশ দুটির অবস্থান ভিন্ন।’
বৈঠকের বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ইউক্রেনের বেসামরিক জনগণের দুর্দশা দূর করতে জাতিসংঘকে সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া।
এ সপ্তাহের শেষে গুতেরেস ইউক্রেনের প্রেসিডডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে দেখার করার জন্য কিয়েভ যাওয়ার কথা রয়েছে।