বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরস্কে এরদোয়ানবিরোধীর যাবজ্জীবন

  •    
  • ২৬ এপ্রিল, ২০২২ ১২:১৯

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দাবি করেছিলেন, কাভালা হচ্ছেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বিলিয়নেয়ার জর্জ সোরসের এজেন্ট, যিনি বিদেশি অর্থের সাহায্যে তুরস্কের পতন ঘটাতে চেয়েছিলেন। আমরা কাভালার মতো মানুষের সঙ্গে একসঙ্গে থাকতে পারি না।

রিসেপ তায়েপ এরদোয়ান নেতৃত্বাধীন সরকার উৎখাতের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কের অধিকারকর্মী ও সমাজসেবী ওসমান কাভালাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিন বিচারকের প্যানেল সোমবার সরকার পতনের প্রচেষ্টায় সহযোগিতা করার অভিযোগে আরও ৭ ব্যক্তিকে ১৮ বছর করে কারাদণ্ড দিয়েছে।

২০১৩ সালে গেজি পার্কে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকা এবং ২০১৬ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টায় ভূমিকা রাখার অভিযোগে কাভালাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

ইস্তাম্বুলের একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগার থেকে দেয়া ভিডিও বার্তায় কাভালা আদালতকে বলেছেন, পুরো প্রক্রিয়াকে তিনি বিচারিক হত্যা হিসেবে দেখছেন।

আদালতের রায় ঘোষণার আগে কাভালা বলেন, এগুলো রাজনৈতিক বিবেচনায় তৈরি ষড়যন্ত্র তত্ত্ব।

কাভালার বিরুদ্ধে করা মামলা এখন সুপ্রিম কোর্টে যাবে, যেখানে আপিলের সুযোগ পাবেন।

প্যারিসে জন্ম নেয়া ৬৪ বছর বয়সী কাভালা, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কট্টর সমালোচক ছিলেন। তার বিরুদ্ধে দেয়া এই রায়ে তুরস্কের মিত্র দেশগুলো উদ্বেগ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এই রায়ের প্রেক্ষাপটে বলেন, ‘তুরস্কের জনগণ প্রতিহিংসার ভয় ছাড়াই মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা চর্চার যোগ্য।’

এ ছাড়া দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুরস্কের বর্তমান সরকারকে নাগরিকদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ইউরোপের মানবাধিকার আদালত তাকে মুক্তি দিতে নির্দেশ দেয়। সে সময় মানবাধিকার আদালতের পক্ষ থেকে বলা হয়, তুরস্ক কাভালার মানবাধিকার লঙ্ঘন করছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অবশ্য ভিন্ন কথা বলেছিলেন। তিনি দাবি করেছিলেন, ‘কাভালা হচ্ছেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বিলিয়নেয়ার জর্জ সোরসের এজেন্ট, যিনি বিদেশি অর্থের সাহায্যে তুরস্কের পতন ঘটাতে চেয়েছিলেন। আমরা কাভালার মতো মানুষের সঙ্গে একসঙ্গে থাকতে পারি না।’

এ বিভাগের আরো খবর