ভারতের জম্মু-কাশ্মীরে গণতন্ত্র তৃণমূল স্তরে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার সেখানে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২০১৯ সালের ৫ আগস্ট বাতিল করা হয়েছিল ভারতশাসিত কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা। আগের জম্মু ও কাশ্মীর রাজ্য পুরোপুরি মুছে ফেলে একে লাদাখ এবং জম্মু-কাশ্মীর নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। এরপর এটাই মোদির সেখানে প্রথম সফর।
অনুষ্ঠানে মোদি বলেন, ‘স্বাধীনতার ৭ দশকে শুধু জম্মু-কাশ্মীরে ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। কিন্তু জেনে অবাক হবেন যে শুধু গত দুই বছরেই ৩৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। আগামী ২৫ বছরে দেশ লিখবে জম্মু ও কাশ্মীর উন্নয়নের নতুন গল্প।’
তিনি বলেন, ‘আগে দিল্লি থেকে ফাইল পাঠানো হলে তা জম্মু ও কাশ্মীরে পৌঁছাতে প্রায় ২-৩ সপ্তাহ লাগত। কিন্তু এখন দিল্লি থেকে ৫০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমোদন দেয়ার তিন সপ্তাহের মধ্যে এখানে সেই কেন্দ্র তৈরি হয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে যায়।’
এদিন তিনি কিশতওয়ার জেলার চেনাব নদীর ওপর ৮৫০ মেগাওয়াট রাটল জলবিদ্যুৎ প্রকল্প এবং ৫৪০ মেগাওয়াট কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি তিনি ৩১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮.৪৫ কিলোমিটার দীর্ঘ বানিহাল-কাজিগুন্ড সড়ক টানেল উদ্বোধন করেন।