বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোদির সফরের আগে কাশ্মীরে নিরাপত্তা কর্মকর্তাসহ নিহত ৩

  •    
  • ২২ এপ্রিল, ২০২২ ১২:৩১

প্রধানমন্ত্রী সফরের ৪৮ ঘণ্টা আগে জম্মু শহরের উপকণ্ঠে সুঞ্জওয়ানের জালালাবাদ আবাসিক এলাকায় শুক্রবার ভোরে বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা নিহত ও পাঁচজন আহত হয়েছেন, নিহত হয়েছে দুই বন্দুকধারীও।

সংবিধানে রাজ্য হিসেবে জম্মু-কাশ্মীরে বিশেষ সুবিধা ৩৭০-ক ধারা বাতিলের প্রায় তিন বছর পর সেই রাজ্য সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী সফরের ৪৮ ঘণ্টা আগে জম্মু শহরের উপকণ্ঠে সুঞ্জওয়ানের জালালাবাদ আবাসিক এলাকায় শুক্রবার ভোরে বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা নিহত ও পাঁচজন আহত হয়েছেন, নিহত হয়েছে দুই বন্দুকধারীও।

নিহত দুই বন্দুকধারীর একটি স্যাটেলাইট ফোন এবং একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী দাবি করেছে, নিহত বন্দুকধারীদের কেউ ভারতীয় নয়।

জম্মু কাশ্মীর পুলিশের এডিশনাল ডিরেক্টর জেনারেল মুকেশ সিং সাংবাদিকদের জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়ে এলাকাটি ঘিরে রাখে। বন্দুকধারীরা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দলকে লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করে।

উল্লেখ্য, ৩৮ হাজার ৮২ কোটি টাকার প্রকল্প চালু করার জন্য ২৪ এপ্রিল ভারতের প্রথম কার্বন-নিরপেক্ষ গ্রাম পাল্লিতে প্রধানমন্ত্রী মোদির সফরের পরিপ্রেক্ষিতে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো উচ্চ সতর্কতায় রয়েছে।

এর আগে ২০০৩ ও ২০১৮ সালেও সুঞ্জওয়ান মিলিটারি স্টেশনে ঢুকে সেনা ও বেসামরিক মানুষকে হত্যা করেছিল বন্দুকধারীরা।

এ বিভাগের আরো খবর