ভারতের রাজধানী নয়াদিল্লিতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ নিয়ে সংঘর্ষে পুলিশের ছয় সদস্যসহ সাতজন আহত হয়েছেন।
শনিবার দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
এরই মধ্যে দিল্লির পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
জানা গেছে, বিকেলে জাহাঙ্গীরপুরী এলাকা দিয়ে একটি হনুমান জয়ন্তীর শোভাযাত্রা যাচ্ছিল। হঠাৎ সেই শোভাযাত্রার ওপর পাথর ছোড়ে কয়েকজন দুর্বৃত্ত। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেধে যায় সংঘর্ষ। এতে আহত হন সাতজন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। নেয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
হিন্দুস্তান টাইমস বলছে, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হচ্ছে, মুসলিম সম্প্রদায়ের লোকজন পাথর ছুড়েছিল মিছিলে। আর স্থানীয় মুসলিমদের দাবি, মিছিল থেকে উসকানিমূলক স্লোগান তুলে এ ঘটনা ঘটানো হয়েছে।
দুই পক্ষ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ভিডিও প্রকাশ করে বিভিন্ন দাবি করা হয়েছে। তবে অধিকাংশ মানুষের দাবি, ‘বহিরাগতদের’ মদদেই এই ঘটনা ঘটেছে।
দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেছেন, শুধু জাহাঙ্গীরপুরী নয়, আরও বেশ কয়েকটি সংবেদনশীল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোড়ার নিন্দা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শান্তি ছাড়া দেশের অগ্রগতি কখনই সম্ভব নয়।