ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে অগ্নিকাণ্ডে ছয় জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ১২ জন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের গোদাবারি জেলায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
গ্যাস লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাসায়নিক কারখানার চার নম্বর ইউনিটে আগুন লাগে। ওই ইউনিটে তখন ১৮ জন শ্রমিক কাজ করছিলেন।
দমকল কর্মীদের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
মৃত শ্রমিকদের পরিবারকে ২৫ লাখ রুপি এবং গুরুতর দগ্ধ শ্রমিকের প্রত্যেক পরিবারকে ৫ লাখ এবং সামান্য আহতদের পরিবারকে ২ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন তিনি।