বাংলা নববর্ষেও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম চলবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এ ছাড়া আপাতত কালবৈশাখীর কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তর।
পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর আবহাওয়া মনোরম হলেও দক্ষিণের জেলাগুলোতে গরম অত্যধিক। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদে।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টি হলেও খুব একটা স্বস্তি মিলবে না। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা গরম থাকবে। ঘামের পরিমাণ বাড়বে। রাজ্যের পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।
দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টি হলেও কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। সপ্তাহ শেষে বৃষ্টি হতে পারে। আপাতত কালবৈশাখীর কোনো আশঙ্কা নেই। কালবৈশাখীর জন্য যে পরিস্থিতি দরকার, তা তৈরি হয়নি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে মনোরম। বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।