বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুতিন গণহত্যা চালাচ্ছেন: বাইডেন

  •    
  • ১৩ এপ্রিল, ২০২২ ১১:০৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্য এমন সময় এলো যখন ক্রামাটোর্স্ক রেলস্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক মারা গেছে বলে জানিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া এই হামলার দায় অস্বীকার করেছে। বরঞ্চ ইউক্রেনীয় সেনারাই এই হামলার জন্য দায়ী বলে দাবি করেছে রাশিয়া।

ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক অভিযান। এমন পরিস্থিতিতে ইউক্রেন ও পশ্চিমাদের অভিযোগ, বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে রুশ সেনারা।

কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, মারিওপোলের থিয়েটারে হামলা ও বুচায় বেসামরিক নাগরিকদের হত্যা করেছে রুশ সেনারা, যা স্পষ্টত যুদ্ধাপরাধ। রাশিয়া বরাবরই বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

এমন পরিস্থিতিতে এবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে গণহত্যা চালানোর দায়ে অভিযুক্ত করেছেন।

বাইডেন এমন সময় পুতিনের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন, যখন ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে রুশ সেনাদের হামলার সম্ভাবনায় উদ্বেগ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণ নিয়ে এক পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি পুতিনকে একজন স্বৈরশাসক হিসেবে উল্লেখ করেন ও তাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দিলেও এই প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন পরিস্থিতি নিয়ে গণহত্যা শব্দটি উচ্চারণ করলেন। মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে।

বাইডেন বলেন, ‘আমি এটিকে গণহত্যাই বলব, কারণ নিশ্চিতের পর নিশ্চিত হওয়া যাচ্ছে যে একজন ইউক্রেনীয় হয়ে থাকার চিন্তাই মুছে ফেলতে চাইছেন পুতিন।‘

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্তব্য এমন সময় এলো যখন ক্রামাটোর্স্ক রেলস্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক মারা গেছে বলে জানিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া এই হামলার দায় অস্বীকার করেছে। বরঞ্চ ইউক্রেনীয় সেনারাই এই হামলার জন্য দায়ী বলে দাবি করেছে রাশিয়া।

এদিকে টেলিগ্রাম চ্যানেলে ইউক্রেনের সশস্ত্র সংগঠন আজভ ব্যাটালিয়ন দাবি করেছে, সোমবার শনাক্ত করা যায়নি এমন একটি রাসায়নিক এজেন্ট ড্রোনের সাহায্যে আজভ যোদ্ধাদের ওপর নিক্ষেপ করে রুশ সেনারা। ফলে যোদ্ধাদের দম বন্ধ হয়ে আসে ও শ্বাসকষ্ট দেখা দেয়। তবে আজভ ব্যাটালিয়নের দাবি এখন পর্যন্ত নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এরই মধ্যে রাসায়নিক হামলার বিষয়ে বিস্তারিত জানতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

তবে রাশিয়া বলছে, মস্কোকে শাস্তি দিতে পশ্চিমারা আরও একধাপ এগিয়ে যেতে চায়। তাই রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের ব্যবহারের অভিযোগ আনা হচ্ছে, যাতে দেশটির বিরুদ্ধে আরও আগ্রাসী পদক্ষেপ নেয়া যায়।

ইউক্রেনের আজভ ব্যাটালিয়নকে নব্য নাৎসি, উগ্র জাতীয়তাবাদী অস্ত্রধারী গোষ্ঠী হিসেবে মনে করে ক্রেমলিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।

ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।

এ বিভাগের আরো খবর