ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনা ‘অচলাবস্থায়’ পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়েছেন, ইউক্রেনে রুশ সেনাদের জয় নিশ্চিত।
কিয়েভ থেকে সামরিক অভিযানে পূর্ব ইউক্রেনে সরিয়ে নেয়ার পর মঙ্গলবার এ প্রথম প্রকাশ্যে বক্তব্য রাখলেন পুতিন।
পুতিনের এই মন্তব্যে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলা আশঙ্কা করা হচ্ছে।
ভোস্টোচনি কসমোড্রোম পরিদর্শন শেষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের ভিত্তিহীন অভিযোগ এনে শান্তি আলোচনাকে নষ্ট করে দিয়েছে পশ্চিমারা। আমরা ফের অচল অবস্থায় ফিরে এসেছি।’
ইউক্রেনে সামরিক অভিযানের লক্ষ্য অর্জিত হবে কি না এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘অবশ্যই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। রাশিয়া স্থিরতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাবে।’
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাশিয়ার যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই। পূর্ব ইউক্রেনের রাশিয়ান ভাষাভাষীদের রক্ষা করতে হবে আমাদের।’
স্বার্বভৌমত্ব রক্ষায় নামে গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন ভ্লাদিমির পুতিন। এর আগে, পূর্ব ইউক্রেনের মস্কোপন্থী দুটি অঞ্চলকে স্বাধীনরাষ্ট্রের স্বীকৃতি দেন তিনি।
প্রতিবাদে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। পাশাপাশি চালাচ্ছে কূটনৈতিক তৎপরতাও। তুরস্কের ইস্তানবুলে দুই দেশের প্রতিনিধিরা লম্বা সময় সময় সংকট নিরসনে আলোচনা চালিয়ে গেলেও, পরিস্থিতির পরিবর্তন হয়নি।