অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া শাহবাজ শরীফ সবকিছুই গুছিয়ে নিয়েছেন খুব অল্প সময়ে। দায়িত্ব গ্রহণের পরপরই তার জন্য নির্ধারিত সরকারি বাসভবনে উঠেছেন তিনি। সঙ্গে নিয়েছেন পরিবারের সব সদস্যদেরও।
একাধিক সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার সকালে এতথ্য জানিয়েছে দ্য নিউজ।
শনিবার মধ্যরাতের ভোটে ক্ষমতা ছাড়েন ইমরান। রোববার মননোয়নপত্র জমা ও যাচাই-বাছাইয়ের পর পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ভোটে সোমবার প্রধানমন্ত্রী হন শাহবাজ; এদিনই শপথ গ্রহণ করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে গার্ড অফ অনার গ্রহণের পর সরকারি বাসভবনে যান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচয় করে দেয়া হয় তাকে।
নানা নাটকীয়তার পর অবশেষে শনিবার অনাস্থা ভোটে ৬৯ বছর বয়সী ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে। স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত স্পিকার আয়াজ সাদিকের সভাপতিত্বে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।
ভোটে ৩৪২ আইন প্রণেতার মধ্যে অন্তত ১৭২ জনের সমর্থন প্রয়োজন ছিল বিরোধীদের। ১৭৪ ভোট পেয়ে তাদের অনাস্থা প্রস্তাব পাস হয়।
এরপরই সোমবার ইমরানবিরোধী রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে জাতীয় পরিষদে ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ।