পাকিস্তানের সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সোমবার পার্লামেন্টে দেয়া ভাষণে এ ঘোষণা দেন শাহবাজ।
তিনি বলেন, ‘সরকারি কর্মচারীদের ন্যূনতম মজুরি ২৫ হাজার রুপিতে উন্নীত করা হয়েছে। ১ এপ্রিল থেকে তা কার্যকর ধরা হবে।’
এ সময় দেশের অর্থনীতিকে চাঙা করতে আরও কিছু উদ্যোগের কথা জানান পাকিস্তান মুসলিম লীগের (এন) এই নেতা।
তিনি বলেন, সস্তায় গম সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। তরুণরা অল্প মূল্যে পাবে ল্যাপটপ। শিগগিরই চালু করা হবে “বেনজির কার্ড”।
রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের পর সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হন ৭০ বছর বয়সী শাহবাজ শরিফ।
৩৪২ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে পাকিস্তান মুসলিম লীগের (এন) প্রয়োজন ছিল ১৭৪ ভোট। পিটিআইয়ের শাহ মাহমুদ কুরেশি মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী বনে যান শাহবাজ শরিফ।