ইসরায়েলের তেল আবিবের প্রাণকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
ওই বন্দুকধারীকে ধরার অভিযানে নেমেছেন শত শত পুলিশ কর্মকর্তা, ক্যানাইন ইউনিট, সেনাবাহিনীর বিশেষ বাহিনীর সদস্যরা। তারা তেল আবিবের জনবহুল এলাকায় ভবন ধরে ধরে তল্লাশি চালাচ্ছেন।
তেল আবিবের পুলিশ কমান্ডার অ্যামিচাই এশেদ জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জনাকীর্ণ বারে গুলি চালান ওই বন্দুকধারী। এর পরপরই তিনি সেখান থেকে পালিয়ে যান।
এশেদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের ধারণা হলো তিনি (বন্দুকধারী) কাছাকাছি এলাকাতেই আছেন।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া আলামত দেখে মনে হচ্ছে, এটি সন্ত্রাসী হামলা, তবে এ বিষয়ে আরও সুনির্দিষ্ট হতে হবে আমাকে এবং আমি বলব যে, আমরা অন্য সম্ভাবনাগুলোও খতিয়ে দেখছি।’
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বহুতল ভবনে তাদের অস্ত্র তাক করে থাকতে দেখা গেছে।