ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের অন্য দেশের মতো জ্বালানি তেলের সংকটে পড়েছে ভারতও। কয়েকদিন ধরে ওঠা-নামার মধ্যে রয়েছে দাম। এবার দাম বাড়ল আরও।
ভারতের বাজারে রোববার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ৮০ পয়সা বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিদিন সকাল ৬টায় পেট্রল-ডিজেলের দাম ঘোষণা করে ভারতের সরকারি তেল কোম্পানিগুলো। সে হিসেবে সবমিলিয়ে দেশটিতে দুই সপ্তাহেরও কম সময়ে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে প্রায় আট রুপি।
রোববার নয়াদিল্লিতে লিটারপ্রতি পেট্রলের নতুন দাম হয়েছে ১০৩ রুপি ৫৩ পয়সা এবং ডিজেল ৯৪ রুপি ৬৭ পয়সা। এর আগে পেট্রলের দাম ছিল ১০২ রুপি ৬১ পয়সা আর ডিজেল ছিল ৯৩ রুপি ৮৭ পয়সা।
ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম বেড়ে গেলেও ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এতদিন পেট্রল-ডিজেলের দাম বাড়ায়নি কেন্দ্রের মোদি সরকার।
ভোট শেষ হতেই সংশ্লিষ্ট মহলের আশঙ্কাকে সত্যি করে একটু একটু করে বাড়ছে লিটারপ্রতি পেট্রল-ডিজেলের দাম। জ্বালানির দাম আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা।