চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত এক শান্তি আলোচনায় রুশ বিলিয়নিয়ার রোমান আব্রামোভিচকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে তার এক ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে সোমবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
আব্রামোভিচ ছাড়াও সেদিনের শান্তি আলোচনায় অংশ নেয়া ইউক্রেনের দুই মধ্যস্থতাকারীর শরীরেও বিষক্রিয়ার লক্ষণ দেখা গিয়েছিল বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘটিত শান্তি আলোচনাকে ভেস্তে দিতে রুশ কট্টরপন্থীরাই এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
গত ৩ মার্চ ওই বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছিল। পরে আব্রামোভিচসহ ইউক্রেনের আক্রান্ত অন্য দুই মধ্যস্থতাকারী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেছেন। ইউক্রেনের দুই মধ্যস্থতাকারীর মধ্যে দেশটির সাংসদ রাস্তেম উমেরভও ছিলেন।
আব্রামোভিচের ঘনিষ্ঠ আরেকটি সূত্র বিবিসিকে জানিয়েছে, সেদিনের পর রুশ ধনকুবেরের শরীরে সন্দেহজন বিষক্রিয়ার লক্ষণ দেখা গিয়েছিল। এর মধ্যে চোখ লাল হয়ে যাওয়া, জ্বালা-পোড়া, চোখ দিয়ে পানি ঝরা এবং শরীরের বিভিন্ন স্থানে ফোসকা পড়ার মতো ঘটনা ঘটেছিল। তবে তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। শুধু তাই নয়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামাতে এখনও মধ্যস্থতা চালিয়ে যাচ্ছেন আব্রামোভিচ।
গত এক মাসে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বেশ কয়েকবার আনাগোনাও করেছেন আব্রামোভিচ। বলা হচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করেছেন। তবে, জেলেনস্কির তরফ থেকে এ ধরনের কোনো অভিযোগ ওঠেনি।
এদিকে, সোমবার দিনের শুরুতে ইউক্রেনের মধ্যস্থতাকারী ও এমপি রাস্তেম উমেরভ এক টুইটে দাবি করেন, তিনি সুস্থ ছিলেন। তিনি জনগণকে গুজবে কান না দেয়ার পরামর্শ দেন।