বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দানিউবের তীরে ৩০০ জোড়া জুতা কেন

  •    
  • ২৮ মার্চ, ২০২২ ১১:০৪

ইউরোপের দীর্ঘতম নদী দানিউব তীরে ৩০০ জোড়া জুতা রেখে মারিওপোলের থিয়েটারে নিহত ৩০০ জনকে স্মরণ করেছে হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টের বাসিন্দারা। এই জুতাগুলো রাখা হয়েছে দানিউবতীরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হাঙ্গেরিয়ান ইহুদিদের স্মরণে নির্মিত ‘শুজ অন দ্য দানিউব ব্যাংক’ স্মৃতিস্তম্ভের কাছেই।

ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক অভিযান। এমন প্রেক্ষাপটে দেশটির বন্দরনগরী মারিওপোলকে ঘিরে ফেলেছে রুশ সেনারা। এবার সেই মারিওপোলের একটি থিয়েটারে বোমা হামলায় ৩০০ জন নিহত হওয়ার ঘটনাকেই স্মরণ করেছে হাঙ্গেরির বাসিন্দারা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দীর্ঘতম নদী দানিউবের তীরের ৩০০ জোড়া জুতা রেখে মারিওপোলের থিয়েটারে বোমা হামলায় নিহত ৩০০ জনকে স্মরণ করেছে হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্টের বাসিন্দারা। এই জুতাগুলো রাখা হয়েছে দানিউব তীরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত হাঙ্গেরিয়ান ইহুদিদের স্মরণে নির্মিত ‘শুজ অন দ্য দানিউব ব্যাংক’ স্মৃতিস্তম্ভের কাছেই।

হামলায় নিহত ব্যক্তিরা ছাড়াও আরও অনেকে মারিওপোলের একটি ড্রামা থিয়েটারের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রুশ হামলা থেকে বাঁচতে আশ্রয় নেন। গত ১৬ তারিখে সেখানে বোমা হামলার ঘটনা ঘটে। ফলে সেখানে ৩০০ জন বেসামরিক মানুষ মারা যায়। এর মধ্যে নারী ও শিশুও ছিল।

এর আগে ইউক্রেন কর্তৃপক্ষ দাবি করেছে, রাশিয়া ইউক্রেনের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মারিওপোলের হতাহতের ঘটনাও রাশিয়ার হামলার জেরেই। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের বেসামরিক স্থাপনা রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু নয়। শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাতেই হামলা চালাচ্ছে রুশ সেনারা। মারিওপোলের ড্রামা থিয়েটারেও বোমা হামলার বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।

ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।

এ বিভাগের আরো খবর