বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনে ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত: ন্যাটো

  •    
  • ২৪ মার্চ, ২০২২ ১০:১৯

মাত্র ৩০ দিনের যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে, অথচ আফগানিস্তানে ১০ বছরের সামরিক অভিযানে ১৫ হাজার সেনা হারিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানে পাল্টা প্রতিরোধ গড়ছে ইউক্রেনীয় সেনারাও। বহু হতাহত হচ্ছে রুশ সেনারা, এমনটাই দাবি করছে ইউক্রেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যেষ্ঠ এক ন্যাটো কর্মকর্তা বলেছেন, এক মাসের রুশ সামরিক অভিযানে ৭ হাজার থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে। তবে ন্যাটোর বিধি-নিষেধের কারণে তার নাম প্রকাশ করা হয়নি।

ন্যাটো কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে, ৩০ হাজার থেকে ৪০ হাজার রুশ সেনা লড়াইয়ে আহত অথবা নিহত হয়েছে।

যদিও রাশিয়া তাদের সেনাদের মারা যাওয়ার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করছে না। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ৪৯৮ জন রুশ সেনা ইউক্রেনে নিহত হয়েছে ও আহত হয়েছে প্রায় পনেরো শ সেনা। ২ মার্চ দেয়া তথ্যই ছিল রাশিয়ার পক্ষ থেকে দেয়া সেনা হতাহতের সর্বশেষ।

মাত্র ৩০ দিনের যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে, অথচ আফগানিস্তানেই ১০ বছরের সামরিক অভিযানে ১৫ হাজার সেনা হারিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।

তবে ইউক্রেনও তার সেনা হতাহতের বিষয়ে খুব কমসংখ্যক তথ্যই সরবরাহ করে। দেশটির সেনা হতাহতের বিষয়ে প্রায় ২ সপ্তাহ আগে প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, প্রায় ১ হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা রুশদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।

ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।

এ বিভাগের আরো খবর