বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করছে পোল্যান্ড

  •    
  • ২৩ মার্চ, ২০২২ ১৬:১৭

পোল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, সন্দেহভাজনদের গোপন কার্যকলাপের প্রমাণ সংগ্রহ করেছে তারা। রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির সন্দেহে একজনকে ১৭ মার্চ গ্রেপ্তার করা হয়েছে।

গুপ্তচর সন্দেহে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করতে যাচ্ছে পোল্যান্ড। বুধবার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এমনটিই ঘোষণা করেছে।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনদের পোল্যান্ডে কূটনৈতিক মর্যাদা উপভোগ করা ‘রাশিয়ান বিশেষ পরিষেবার কর্মকর্তা’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।

এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটির প্রধান ক্রজিসটফ ওয়াক্লাওয়েক পররাষ্ট্র মন্ত্রণালয়কে রুশ কূটনীতিকদের বহিষ্কার করতে অনুরোধ করেছেন।

সংস্থাটি বলছে, সন্দেহভাজনদের গোপন কার্যকলাপের প্রমাণ সংগ্রহ করেছে তারা। রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির সন্দেহে একজনকে ১৭ মার্চ গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পোল্যান্ড প্রজাতন্ত্র এবং তার মিত্রদের প্রতি রাশিয়ার নীতি’ এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণের কারণে এত সংখ্যক কূটনীতিককে বহিষ্কার করা হচ্ছে।

রাশিয়া জানিয়েছে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে নিযুক্ত তার রাষ্ট্রদূতকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে।

প্রত্যাশিত বহিষ্কারের জবাব দেবে বলে জানিয়েছে মস্কো।

এ বিভাগের আরো খবর